
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর বার্ষিক সাধারণ সভা গতকাল ২১ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের এবং আইভি রহমানসহ ২১ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম এর সঞ্চালনায় সাধারণ সভার আলোচ্যসূচি অনুযায়ী স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত। সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন মুহাম্মদ মোরশেদ আলম। প্রস্তাব পাঠ করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান সমীর কান্তি বড়–য়া, উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নুরউদ্দিন আহমদ, পরিচালক মনজুরুল আলম মঞ্জু ও দিদারুল আলম। সভায় বক্তব্য রাখেন সোসাইটি লি. এর সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সিইউজের প্রাক্তন সভাপতি এজাজ ইউসুফী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল, হাসান ফেরদৌস, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর, পংকজ দস্তিদার, আনোয়ার হোসেন পিন্টু, রোকসারুল ইসলাম, কামাল উদ্দিন খোকন, শাহরিয়ার হাসান, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর সাবেক সম্পাদক স্বপন কুমার মল্লিক, সাবেক পরিচালক যীশু রায় চৌধুরী প্রমুখ। সভায় কতিপয় গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহিত হয়।-বিজ্ঞপ্তি
