
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর প্রথম সহ-সভাপতি স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসোসিয়েশনের চট্টগ্রামস্থ বোর্ড-সদস্যবৃন্দ কাস্টমস বন্ড কমিশনারেট এর নব-নিযুক্ত কমিশনার মুহাম্মদ মুবিনুল কবীর এর সাথে তাঁর লালখান বাজার, চট্টগ্রামস্থ কার্যালয়ে গতকাল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে বিজিএপিএমইএ-র প্রথম সহ-সভাপতি স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী কমিটির পক্ষ হতে, মুহাম্মদ মুবিনুল কবীর, কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট ও তাঁর দপ্তরের অন্যান্য কমিশনারদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সহযোগিতার বিদ্যমান ঐতিহ্যের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য পূরণের আহ্বান জানান। সভায় এসোসিয়েশনের বোর্ড পরিচালকদের মধ্যে কে এইচ লতিফুর রহমান (আজিম), মো. নজরুল ইসলাম, এসোসিয়েশনের বোর্ড-সদস্য উপদেষ্টা শাহজাদা মাহমুদ চৌধুরী তাঁদের বক্তব্যে পারচেজ অর্ডারের ভিত্তিতে পণ্য সরবরাহের অনুমতি পাওয়া, ইউ পি অনুমোদনের ক্ষেত্রে কাঁচামালের ব্যবহার সংক্রান্ত বিষয়টির বাস্তবতা বিবেচনায় আনার জন্য অনুরোধ জানান। পাশাপাশি, মেশিনের বার্ষিক আমদানি প্রাপ্যতা পুরোপুরি পাওয়া ইত্যাদি বিষয়েও সভায় বক্তব্য রাখেন।
নব-নিযুক্ত কমিশনার ইউ পি অনুমোদনের পূর্বে কাঁচামালের ব্যবহার সংক্রান্ত বিষয়টির ক্ষেত্রে স্বচ্ছতার প্রেক্ষিতে শৈথিল্যের বিষয়টি বিবেচনার আশ্বাসসহ বিষয়টির নৈমিক্তিক সমাধানের জন্য এসোসিয়েশনকে এনআরবি চেয়ারম্যানের সাথে বৈঠকের অনুরোধ জানান। অন্যান্য বিষয়াদির ব্যাপারে আগত বিজিএপিএমইএ নেতৃবৃন্দকে তিনি সর্বাত্মক সহযোগিতার মনোভাব প্রকাশ করেন। সাক্ষাতকার অনুষ্ঠানে বিজিএপিএমইএ এর মধ্যে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের পরিচালকবৃন্দ আবদুল জব্বার, এম এ সবুর। কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার মো. ফজলুল হকসহ কমিশনারবৃন্দ ও রাজস্ব কর্মকর্তাগণ। -বিজ্ঞপ্তি
