
রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেজবান, আলোচনা সভা ২৭ আগস্ট শনিবার সকাল ১১টা থেকে স্থানীয় পথেরহাটস্থ ভারতেশ্বরী প্লাজা চত্তরে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। আলোচনা সভায় জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতারা বক্তব্য রাখবেন। এতে সর্বস্তরের জনসাধরণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার।
