
রাউজান এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র উদ্যোগে গরীব অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২৬ আগস্ট বিকেলে পৌর সদরস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন আবদুল্লাহ ছগীর, সাংবাদিক জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, মো. সালাউদ্দিন, তপন দে, ইউছুপ আমিন, আরিফুল ইসলাম চৌধুরী সোহেল, দিপলু দে দীপু, জিহাদ বাবলু, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ। পরে ফারাজ করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
