
নিজস্ব প্রতিবেদক :-
জিলহজ মাসের চাঁদ গতকাল শুক্রবার দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে আগামী ১৩ সেপ্টেম্বর। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। ধর্ম সচিব মো. আবদুল জলিলও চাঁদ দেখা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের কোথাও জিলহজের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই জিলহজ মাস শুরু হবে আগামীকাল রবিবার থেকে। ১০ জিলহজ অর্থাৎ ১৩ সেপ্টেম্ব^র ঈদুল আজহা উদযাপিত হবে।-বিডিনিউজ
হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন। এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১২ সেপ্টেম্ব^র ঈদুল আজহা উদযাপিত হবে।
