
রাউজান কিন্ডারগার্টেন ফোরাম (রাকিফো) আয়োজিত মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান গত রবিবার বিকেলে কিং অব নোয়াপাড়া কমিউনিটি সেন্টারে সংগঠনের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন ১৩ নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম। প্রধান অতিথি ছিলেন আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবীদ আলহাজ্ব আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মমিন, সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল আলম, ব্যাংকার সুজিত কুমার দাশ মিন্টু, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, সাংবাদিক এম. রমজান আলী। প্রধান আলোচক ছিলেন, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম মাস্টার। কাজী মুহাম্মদ আবু বক্কর চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক এস.এম. নুরুন নবী, শিখা রানী দে, জাহেদুল আলম জাহেদ, আনোয়ার হোসেন মেম্বার, রুবেল দাশ, সেতুরাজ বড়ুয়া, ফেরদৌস আকতার, মোহাম্মদ রাশেদ, রত্না দেব, রুমি বড়ুয়া, রেবু বড়ুয়া, হামিদ হোসাইন, হারাধন মহাজন, খালেদ মাহমুদ প্রমুখ।
