
রাউজানের উরকিরচরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব দু:স্তদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল। ১১ সেপ্টেম্বর রবিবার সকালে এ চাউল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সৈয়দ মোহাম্মাদ নাছির উদ্দিন, মোহাম্মদ রফিক, তাফস বড়ুয়া, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সেলিম, আইরুন নেছা নিলু, ফাতেমা বেগম, ইউনিয়ন যুব লীগ এর সি.সহ সভাপতি সৈয়দ রবিউল হোসেন আরিফ, ইউনিয়ন ছাএলীগ সভাপতি জাহেদুল আলম প্রমূখ। এসময় চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গরীবদের জন্য ১০ টাকায় চাউল দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে বিনামুল্যে চাউল প্রদানের ব্যবস্থা করেছেন। তাছাড়া তিনি এদেশে থেকে দ্রারিদ্রতা বিমোচনে বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন। দেশবাসির সহযোগীতা পেলে অচিরেই এদেশ দ্রারিদ্রতা মুক্ত হবে।
