
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬০ বছরপূর্তি উপলক্ষে আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কর্মসূচি। এতে কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় অধ্যক্ষ কার্যালয়ের সামনে গাছের চারা রোপণ, বিকাল ৫টায় কলেজ প্রাঙ্গণে সাবেক এবং বর্তমান ছাত্রদের মধ্যে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচ, রাত ১০টায় কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২০ সেপ্টেম্বর মধ্যরাত ১২টা ১ মিনিটে ফায়ারওয়ার্কস এবং ৬০টি ফানুস উড়ানো । সকাল ৯টায় র্যালি, ১০টায় কেক কাটা, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আড্ডা এবং দুপুরে মেজবান। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত নাস্তা এবং র্যাফেল ড্র অনুষ্ঠান। এরপর থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সঙ্গীত এবং রাত সাড়ে ৯টা থেকে ডিনার। আয়োজকদের পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।
