
দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় ওয়েল পার্কের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারীর প থেকে গতকাল বিকালে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সৈয়দ সিরাজুল ইসলাম কমু বলেন, মানবধিকার হল জীবনকে সফল করা ও শান্তিপূর্ণ ও সঠিক ভাবে জীবন যাপনের সুযোগের অধিকার। মানুষ হিসেবে সুস্থ স্বভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ই হচ্ছে মানবাধিকার। নিজের প্রতিভাকে বিকশিত করা ও স্বধীনভাবে বেঁচে থাকার অধিকারও মানবাধিকার এর মধ্যে পরে। আর এই অধিকার পাওয়ার অধিকার সকল মানুষেরই রয়েছে। লোভ-লালসা এবং ব্যক্তি স্বার্থের উর্ধে থেকে হিউম্যানিষ্টদের কাজ করতে হবে। একজন মানবাধিকার কর্মি হতে হলে তাঁকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে, যাদের ত্যাগের মন মানসিকতা আছে তাদেরই মানবাধিকার কর্মী হওয়া সাজে। ওয়েল পার্ক রেসিডেন্সের জেনারেল ম্যানেজার এম. এ মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রানা মজুমদার, মামুন আল রশিদ, সাখাওয়াত হোসেন, আবু নাছের রিপন, মো. আরিফ, সেতু বড়–য়া, কাউসার জান্নাত, রিজুয়ানুল ইসলাম, খোরশেদ আলম, জিয়া উদ্দিন প্রমুখ।
