
আঞ্জুমানে খোদ্দামুন মুসলেমীন আবুধাবী কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য মোহাম্মদ সালামত উল্লাহ বাবুলের শশুর ও পোমরা নিবাসী বিশিষ্ট সমাজ সেবক পোমরা স্টার গ্র“ফের প্রতিষ্ঠাতা ও পোমরা গ্রামীন স্ট্রাস্ট সঞ্চয় কো অপারেটিপ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজিম তালুকদার এর পিতা মো. আমিরুজ্জামান গত বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত শুক্রবার বাদে আছর উত্তর পোমরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃত্তি প্রদান করে মরহুমের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আনজুমানে খোদ্দামুল মোসলেমিন ইউএই কেন্দ্রীয় পরিষদ সাধারণ সম্পাদক স.ম হারুনুর রশিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমান উল্লাহ আমান, রাউজান অনলাইন প্রেস ক্লাব সভাপতি ও রাউজান প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উত্তর ও দক্ষিণ নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দক্ষিণ রাউজান নেতৃবৃন্দ।
