
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
মিতু হত্যা মামলার আসামি মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সিএমপি।
চট্টগ্রামে পুলিশ সাবেক সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ৫ মাসের মাথায় আজ ৬ অক্টোবর চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ ঘোষণা দেন।
এ মামলার অন্যতম আসামী মুছাকে ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে মুছাকে গ্রেফতারে জনগণের সহযোগিতা চেয়ে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জুন সকালে চট্টগ্রাম মহানগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
