
পাথরঘাটা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গোপাল দাশ টিপু’র সভাপতিত্বে ও ওম প্রকাশ দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দণি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার বিজয় কৃষান চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে সাবেক ছাত্রনেতা, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামীলীগ নেতা পুলক খাস্তগীর। মহানগর পূজা উদ্যাপন পরিষদের উপ-কমিটির যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাহুল দেওয়ানজী, মহানগর পূজা উদ্যাপন পরিষদের উপ- কমিটির যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রানা সেন। মহানগর পূজা উদ্যাপন পরিষদের সদস্য খোকন দাশ গুপ্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা পূজা কমিটির সদস্য সুজন দাশ, মিটন দাশ, রাজু দাশ, রানা দাশ, বাবুল আচার্য্য, রনি দাশ, স্বদেশ দাশ প্রমুখ।
