
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
৮ অক্টোবর শনিবার উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে নিবন্ধিত সমাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান সমূহে সরকারী ভাবে অনুদানের টাকা দেয়ার সময় রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, উপজেলার বিভিন্ন স্থানে থাকা সামজিক সংগঠন সমূহ এলাকায় মানবিক কাজের পাশাপাশি শিক্ষা সংস্কৃতি অঙ্গনকে চাঙ্গা করতে বিশেষ ভূমিকা পালন করতে হবে। এসব সংগঠন সত্যিকার ভাবে ভূমিকা রাখলে সমাজে অপরাধ থাকে না। অনুষ্ঠানে তিনি এই অভিমত প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। সমাজ সেবা অধিদপ্তর থেকে এই অনুদান দেয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, ওসি কেপায়েত উল্লাহ, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন আহমেদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান,কাউন্সিলর আলমগীর আলী, কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ,এডভোকেট সমীর দাশ গুপ্ত, শওকত হাসান, চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী লালু, আলহাজ্ব দিদারুল আলম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, শফিকুল ইসলাম, ভুপেশ বড়ুয়া, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সরোয়াদ্দি সিকদার, নুরুল আবসার বাশি, সৈয়দ আবদুল জব্বার সোহেল, সুকুমার বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু,রোকন উদ্দিন, তসলিম উদ্দিন চৌধুরী, প্রিয়োতোষ চৌধুরী প্রমূখ। এসময় প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা শামীম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আরশাফ উদ্দিনসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন ।
