
নিজস্ব প্রতিবেদক । রাউজানটাইমস
রাউজানে বাবা ও ছেলের ছবিকে বিকৃত করায় তথ্য-প্রযুক্তি মামলায় আবু জাহেদ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃত ওই যুবক উপজেলার উত্তর গুজরা এলাকার খলিল মাস্টার বাড়ির মৃত নুরুল হক মিস্ত্রির পুত্র। তাকে বৃহস্পতিবার বিকেলে কোর্টে প্রেরণ করে রাউজান থানা পুলিশ। আদালত তাকে হাজতে প্রেরণ করেছেন। রাউজান থানার ডিউটি অফিসার এস. আই আল আমীন ও এস আই সাইমুল ইসলাম জানায়, পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের মো. আবু মনছুরের ছবিতে শাড়ি, ব্লাউজ পড়িয়ে, চুরি দিয়ে হিজড়া সাজিয়ে এবং তার বাবা বৃদ্ধ হাজী সামশুল আলমের ছবিতে অশ্লীল ভাষা লিখে ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি নজরে পড়ে আবু মনছুরের। এ ঘটনায় তিনি বাদি হয়ে আবু জাহেদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে জাহেদকে গ্রেপ্তার করে। একইদিন বিকেলে তাকে কোর্টে প্রেরণ করলে আদালত তাকে হাজতে প্রেরণ করেন।
