
রাউজানটাইম ২৪ ডেস্ক :-
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির মতবিনিময় সভা ২০ অক্টোবর দুপুরে সমিতির সভাপতি কে.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে কর আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল কায়সার বেলাল, সাবেক সহ-সভাপতি মোস্তফা মোল্লা, সিনিয়র কর আইনজীবী আলহাজ্ব মুহাম্মদ আহসান উল্লাহ, সমিতির বর্তমান যুগ্ম সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক রতন চন্দ্র শর্মা, লাইব্রেরী সম্পাদক সৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল, সদস্য এড. রেজাউল করিম, সাবেক অর্থ সম্পাদক বিতাসোখ বড়–য়া, সাজ্জাদুল আলম প্রমুখ। সভায় বক্তারা গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের জাতীয় পরিপত্র-১ এর উপর চট্টগ্রাম কর আইনজীবী সমিতির পক্ষ থেকে সুচিন্তিত, সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক মতামত উপস্থাপন করায় সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান কমিটি কর আইনজীবীদের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মশালা সহ পেশাগত মানউন্নয়নে নিরলশ পরিশ্রম করে যাচ্ছে। সভা শেষে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি কে.এম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক নুরুল কায়সার বেলালকে সমিতির সদস্যবৃন্দদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
