
নিজস্ব প্রতিবেদক । রাউজানটাইমস
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ মেকানিক্স অলিম্পিয়াড ২০ অক্টোবর বৃহস্পতিবার তারিখে অনুষ্ঠিত হয়। পুরকৌশল ভবনে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির ডিরেক্টর অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়াঁ প্রমুখ। উক্ত মেকানিক্স অলিম্পয়াডে প্রায় ১০০জন প্রতিযোগী অংশ নেয়।
