
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের নতুন হাটে ১৪টি দোকানে চুরির ঘটনা সংগঠিত দোকানের মধ্যে রাখা টাকাসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা । গত ২২ অক্টোবর শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা সংগঠিত হয়। নোয়াজিশপুর এলাকার বাসিন্দারা জানান, শনিবার দিবাগত রাতে নতুন হাটে দুর্বৃত্ত দলের সদস্যরা দোকানের দরজার তালা ভেঙ্গে বাজারের ব্যবসায়ী বাবুলের মোবাইলের দোকান, মির্জা আবুর ক্রোকারিজের দোকান, নুরুল আবছারের জুতার দোকান, এরশাদের ক্রোকারিজের দোকান, হোসেনের মুদির দোকান, রবিউলের মোবাইলের দোকান আমজাদ হোসেনের মুদির দোকান, হাবিব সওদাগরের মুদির দোকান, সাব্বির স্টোরসহ ১৪টি দোকান থেকে টাকাসহ দশ লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। নতুন হাটের ১৪টি দোকান চুরির ঘটনার কথা স্বীকার করে নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার বলেন ‘ঘটনার ব্যাপারে রাউজান থানার ওসিকে চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করার জন্য জানানো হয়েছে। তিনি বলেন, এলাকায় কিছু উঠতি ও ছিঁচকে সন্ত্রাসী সৃষ্ঠি হয়েছে। তারাই এসব অপরাধ করছে। চুরির ঘটনার ব্যাপারে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন ‘নতুন হাট এলাকা থেকে ইয়াবা ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশের অভিযান করায় ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে এই চুরির ঘটনা সংঘটিত করার আশংকা করছে এলাকার লোকজন।
