
ইমাম প্রশিণ একাডেমী চট্টগ্রাম কেন্দ্রে ৮৭৮ তম দলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদ বিতরণ অনুষ্ঠান ০৩ নভেম্বর তারিখ ইমাম প্রশিক্ষণ একাডেমীর মিলনায়তনে উপ-পরিচালক, জনাব বোরহান উদ্দিন মোঃ আবু আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সামসুল আরেফিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিভাগের ৯টি জেলা থেকে আগত ১০৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ করেন। তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, ইমামগণ হচ্ছেন ধর্মীয় নেতা। তাঁরা মসজিদে খুতবা ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ এবং শান্তি, কল্যাণ ও মানবতার বাণী জনগণের মাঝে পৌঁছানোর জন্য গুরত্বপূর্ণ ভুমিকা পালন করবেন। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। বোমাবাজি, মানুষ হত্যা, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদকাসক্তি ইত্যাদি সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ এবং সমাজ ও মানবতা বিরোধী কাজ। তিনি ইসলামের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে সকল প্রকার সংকীর্ণতা ও ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে দেশপ্রেম নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য ইমামদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক জনাব আবুল হায়াত মুহাম্মদ তারেক। তিনি সকল প্রকার সামাজিক অনাচার, কুসংস্কার, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকাসক্তি ইত্যাদির বিরুদ্ধে কুরআন হাদিসের আলোকে বক্তব্য রাখার জন্য ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমাম প্রশিণ একাডেমী চট্টগ্রামের উপ-পরিচালক জনাব বোরহান উদ্দিন মোঃ আবু আহসান মাঠ পর্যায়ে প্রশিণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করে সরকারের সার্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের জন্য ইমামদের প্রতি আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর সমাজ বিজ্ঞান প্রশিক্ষক ড. মোঃ সুলতান মাহমুদ ভূঁঞা। অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় প্রশিক্ষক জনাব মোহাম্মদ এনায়েত হোসাইন। পরিশেষে দেশ ও জাতির উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মিলাদ এবং মুনাজাত পরিচালনা করেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মাওলানা মোঃ আবদুল জব্বার।
