
রাউজান উপজেলা ক্বওমি মাদরাসা শিক্ষাবোর্ড আয়োজিত জমাতে নাহুম ও হেফজ বিভাগে মার্কজী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার বিকেলে রাউজান উরকিরচর মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদরসাস্থ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির। মাওলানা সেহাবুদ্দীন মোহতামিমের সভাপতিত্বে ও মাওলানা কে এম আলমগীর মাসউদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী, মাওলানা ইউছুপ ইসহাক আল মক্বী, মাওলানা ক্বারী শহিদুল্লাহ, মাওলানা মুফতি ওসমান, মাওলানা রিদোয়ান, হাশেম চৌধুরী, মাওলানা ইয়াছিন, মোহাম্মদ মাসুম আবুদরদাহ, মাওলানা অলি আহমদ, মাওলানা হারুন, মাওলানা রিদুয়ান, মাওলানা আহমদ শফি, মাওলানা কলিমুল্লাহ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা শফিউল আলম, মাওলানা বখতিয়ার হোছাইন, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা কাশেম। এতে ২৯ মাদরাসার দেড়শ কৃতী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
