
গাজী জয়নাল আবেদীন । রাউজানটাইমস
রাউজানের ঐতিহ্যবাহী মহামুনি পাহাড়তলী গ্রামে মহামুনি আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে ৩ নভেম্বর বৃহস্পতিবার হতে দু’দিন ব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান ও ভদন্ত মঙ্গল মিত্র স্থবির বরনোৎসব যতাযত ধর্মীয় মর্যদায় শুরু হয়েছে। বিহারটির প্রতিষ্ঠাতা পরিচালক প্রতিসম্ভিদাসহ ষড়াবিজ্ঞ অর্হং, আর্য্য শ্রাবক ভদন্ত শীলানন্দ স্থবির (ধূতাঙ্গ ভান্তে)’র উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহামুনি গ্রামের মহানন্দ সংঘরাজ বিহারের অধ্য উপ-সংঘরাজ ভদন্ত ধর্ম প্রিয় মহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন। ৪ নভেম্বর মূলপর্বের কর্মসূচীতে রয়েছে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা, ধমীয় ও জাতীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল গ্রহন ও বুদ্ধ পুজা উৎসর্গ, ভিু শ্রমন সংগের পিন্ড চারন, কীর্তন সহযোগে প্রস্তুতকৃত চীবর নিয়ে গ্রাম প্রদিণ, ভিু সংঘের আসন গ্রহণ ও বরণ, স্থবির বরণ, সদ্ধর্ম দেশনা, অষ্টপরিষ্কারসহ সংঘদান, চীবর উৎসর্গ ও পূণ্যানুমোদন।
