
রাউজানটাইমস : –
দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রামে হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে মতবিনিময়ের আশ্বাস দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) নগর ভবনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। সমিতির নেতারা হাইকোর্টের বেঞ্চ স্থাপন, আইনজীবী সমিতির জন্য লিফট সংযোজন, হোল্ডিং ট্যাক্স মওকুফসহ কিছু প্রস্তাব দেন। মেয়র আইনজীবী সমিতির শাপলা ভবনের জন্য দুটি এবং দোয়েল ভবনের জন্য একটি লিফট সংযোজনের বিষয়ে বিভিন্ন কোম্পানির মূল্যতালিকা যাচাই-বাছাই করে দরপত্রের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে অভিমত ব্যক্ত করেন।
তিনি সমিতির ভবনগুলোর হোল্ডিং ট্যাক্সসংক্রান্ত বিষয়টি আইনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন। এ সময় সমিতির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম জাহিদ বিরু, সাবেক পিপি মো. আবুল হাসেম, অতিরিক্ত পিপি চন্দন বিশ্বাস, এডভোকেট মোস্তফিজুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
