
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
গত সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার নোয়াজিষপ্রু ইউনিয়নের নোয়াহাট বাজার থেকে আটক করা হয়। আটককৃত ওই যুবকের নাম মোফাচ্ছেল উদ্দিন (২৮)। সে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম সিকদার বাড়ির মৃত আব্দুল কাদেরের পুত্র। রাউজান থানার ডিউটি অফিসার এএসআই আসাদ উল্লাহ জানান, গত সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের সময় এস.আই সাইমুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে নোয়াজিষপুর ইউনিয়নের নোয়াহাট বাজার থেকে মোফাচ্ছেল নামের এক যুবককে অস্ত্রসহ আটক করে। মোফাচ্ছেলের কাছ থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত মোফচ্ছেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গত মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত রবিবারও উপজেলার পূর্ব রাউজানের জোরেরকুল বাজার থেকে মোজাহিদুল ইসলাম জাহেদ (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছিল। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ একটি গুলি রাখার ব্যাগ উদ্ধার করা হয়।
