
রাউজানটাইমস ডেস্ক :- ]
যৌবন দীপ্ত যুব সমাজ হচ্চে তারুন্যের অহংকার। তারা যদি এগিয়ে না আসে তাহলে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভাব নয়। জাতির পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হলে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে হবে। গতকাল ১২ নভেম্বর গোসাইল ডাঙ্গা বি-নাগ লেইন কল্পতরু সংঘের কার্যালয় উদ্বোধন উপলে আয়োজিত এক কর্মী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি দিলীপ মল্লিকের সভাপতিত্বে যুবনেতা টিসু মল্লিকের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ও চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক এম. হাবিবুল হক। তিনি কল্পতরু সংঘের সাংগঠনিক কার্যক্রম চলার পথে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় সংগঠনের প তেকে আগামী ৬ ছয় মাসের মধ্যে অভিষেক, পাঠাগার স্থাপন, ক্রিকেট টুর্ণামেন্ট, সংগীত স্কুল প্রতিষ্ঠা ও গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে শিা-উপকরণ সামগ্রী বিতরণের ঘোষণা দেওয়া হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, মোঃ যুবকগোষ্ঠীর আবু তালেব সোহেল, এসকান্দর ফারুক, সৈয়দ নুরন্নবী লিটন, একতা গোষ্ঠির যুবনেতা বাবুল দাশ তনয়, সুমন কর, তরুণ সংঘের প্রদীপ চৌধুরী, বিশ্বজিত রঞ্জন খেলু, কল্পতরু সংঘের তিলক দত্ত, সুখরঞ্জন ইন্দু, উত্তম দাশ গুপ্ত টিংকু, নিবিড় চক্রবর্ত্তী প্রভাত, সুজিত চৌধুরী বিপ্লব, মনিষ ইন্দু পাপ্পু, শান্তনু দাশ ও রনি প্রমুখ।
