
রাউজানের বাগোয়ান ইউনিয়নের ১৩১ নং গশ্চি বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সিনিয়র সদস্য, সৈয়দ আবু জাফর মোহাম্মদ রাশেদ। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে স্কুল হলরুমে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ও পিএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত সভাপতি সৈয়দ আবু জাফর মোহাম্মদ রাশেদ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাউজান গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ, শিক্ষানুরাগী ইউনুছ তালুকদার, সাবেক ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আনোয়ারা আকতার, বাগোয়ান ১নং ওয়ার্ড ইউ,পি সদস্য মোঃ আব্দুল করিম, মোঃ আলমগীর তালুকদার। বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, জোসনা আকতার, সুমি আকতার, প্রদীপ কুমার মুহুরী, মোঃ সেকান্দর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য মোঃ তারেকুল ইসলাম তালুকদার, দিলছফা খানম, তপতি বড়ুয়া, শিখা চৌধুরী, রুম্পা সিকদার, সায়েরা বেগম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিরা নব নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
