
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
হাটহাজারী উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় সেলিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাটিরহাটে এই দুর্ঘটনা ঘটে। সেলিনা হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই সেকান্দর পাড়ার ওসমানের স্ত্রী। রাস্তা পার হওয়ার সময় অন্ধকারে মোটর সাইকেলটি সেলিনাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
