
চট্টগ্রামের রাউজানে নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক ব্যাংক র্কমকর্তার শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া গ্রামের এজহার চেয়ারম্যানের বাড়ীতে। নিহত শিশুর নাম জারিন তাসমিন (৩)।
পিতা উত্তরা ব্যাংক কর্মকর্তা জহিরুল ইসলাম। তাদের গ্রামের বাড়ী কতুবদিয়া উপজেলার ধুরং গ্রামে। গত কয়েকদিন আগে বার মার একমাত্র সন্তান মার সাথে নিহত শিশু জারিন নানা বাড়ী রাউজানের আবুল খায়ের চৌধুরীর বাড়ীতে বেড়াতে আসে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ ও নিহত শিশুর মামা খসরুল আমিন চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ীর সামনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে তার লাম পুকুর থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
