
নিজস্ব প্রতিবেদক । রাউজানটাইমস
নগরির চান্দগাঁও এলাকা থেকে ১২ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম হোসেন রাউজানটাইমসকে জানান, বুধবার সকালে আবদুর রহিম (৩০) ও আজিম মিয়া (২৮) নামের ওই দুইজনকে তারা গ্রেপ্তার করেন। “তারা কক্সবাজারের উখিয়া থেকে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে বলে জানান ।
