
এস.এম. ইউসুফ উদ্দিন, রাউজান
রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন রাউজান এখন স্বপ্নের রাউজানে পরিণত হয়েছে। রাউজানের উন্নয়ন ও সৌর্ন্দয্যে এখন সবখানে প্রশংসিত হচ্ছে। শিক্ষায়ও আমরা অনেক এগিয়ে এখন। সবার সহযোগীতায় রাউজানের বাকী উন্নয়নগুলো শীঘ্রই সমাপ্ত করা হবে। তিনি গতকাল রবিবার সন্ধ্যায় রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিশনের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ প্রতিষ্ঠার ২য় বর্ষপূর্তি উদযাপন, মোসাদ্দেকা খাতুন স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা ও সাবেক সংসদ সদস্য সাহরা বেগম কবরী। বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল ম্যানেজিং সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারন সম্পাদক আলহাজ নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেল বাংলাদেশ কর আপীল আদালতের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়ামান এফসিএ, ইউএসএ’র ইনটেল’র সিনিয়র প্রকৌশলী মোস্তাফা মোহাম্মদ রিয়াদ আরফিন (রিমন), বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, রমলা সাহা, আনুশা ইলিয়াছ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আহবায়ক তরুন কান্তি বড়–য়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাস, আমেরিকার মেধাবী ছাত্র ইয়াসিন মোস্তফা আরিফিন, ইউছুপ মোস্তফা আরিফিন ও শান ওসমান চিশতি। সংবর্ধিত অতিথি ছিলেন ৭নং রাউজান ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মেম্বার প্রবেশ বড়–য়া প্রভাষ, জহির উদ্দিন, প্রভাত পাল কালু, সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য সাবেক সংসদ সদস্য সাহরা বেগম কবরী বলেন বঙ্গবন্ধুর ডাকে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছে। এই দেশ আমাদের মা। দলমত নির্বিশেষে সবাইকে এদেশের সেবা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
