
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির নির্বাচনে রাউজানের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডাঃ শেখ শফিউল আজমকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আজীবন সদস্য ও রাউজান অনলাইন প্রেস কাবের সহ-সভাপতি সাংবাদিক এম. রমজান আলী। এ সময় তার সংকিপ্ত সাক্ষাতে তিনি অভিমত ব্যক্ত করে বলেন-এই পবিত্র মহান দায়িত্ব নিয়ে আমি চিকিৎসা জগতের সকল দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ করে চিকিৎসা জগৎকে সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে কর্মকান্ড চালিয়ে এগিয়ে যাব। মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা। তাই বাংলাদেশের সকল চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য দুরীকরণসহ পরিবার, সমাজ, সর্বশেষ রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সাথে সাথে আমার শ্লোগান হচ্ছে – গ্রাম বাংলার অসহায় জনগণের কল্যাণে নিবেদিত হোক বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন। পরিশেষে যেসব আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর কর্মকর্তা ও সদস্যগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সহ-সভাপতি নির্বাচিত করেছেন তাদেরকে আমি আমার দায়িত্বরত সকল সাংগঠনিক দপ্তর থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
