
চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ ইউনুছ চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বোয়ালখালী ও পটিয়া আংশিক থেকে নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মোহাম্মদ কামালউদ্দিন এক বিবৃতিতে মোহাম্মদ ইউনুছকে অভিনন্দন জানিয়ে বলেন বোয়ালখালী থানা প্রশাসন ও চট্টগ্রাম জেলা নির্বাচনা কমিশনার এবং বোয়ালখালীর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ নির্বাচনী দায়িত্বরত সকলের আন্তরিকতা ও নিরপেক্ষতার কারণে সুষ্ট নির্বাচনের মাধ্যমে মো. ইউনুছ রাজনৈতিক দলের আওতার বাহিরে এসে নির্বাচিত হয়েছেন। তাতে আমরা চট্টগ্রাম তথা বোয়ালখালী পটিয়াবাসির পক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরাম সংশ্লিষ্ট ভোটার ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের প্রতি ইউনুছকে যোগ্যতা বিবেচনায় নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
