
জাতীয় সংসদের প্যানেল স্পীকার আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, গণতন্ত্র ও মানবাধিকার রা ও বাস্তবায়নের বর্তমান গণতান্ত্রিক সরকারের কোন বিকল্প নেই। দেশ বর্তমানে উন্নয়নের যে মহাসড়কে চলমান তা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। নারী ও শিশু কল্যাণ ফোরাম এবং তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সংগঠনদ্বয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হওয়ায় প্রদত্ত সংবর্ধনার জবাবে এমপি নজরুল এ কথা বলেন। নারী ও শিশু কল্যাণ ফোরামের চেয়ারম্যান আমিনা সুলতানা মৌসুমীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্যানেল স্পীকারকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করে বক্তব্য রাখেন, লায়ন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল, মানবাধিকার জেলা সভাপতি হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মুহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ, সহ-সাধারণ সম্পাদক হাজী চান্দু মিয়া, শিব্বির আহমদ ওসমান, জসিম উদ্দিন রকি, মুহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুল ওহাব, মিজানুর রহমান, জাবেদ আলী, নারী ফোরামের নাসিমা আক্তার, হোসনে আরা বেগম, উম্মে হাবিবা ইকো, সৈয়দা শাহানারা বেগম, রূপালী খাতুন, মরিয়ম আক্তার পিংকী, ঝর্ণা, নুপুর এবং সদস্যবৃন্দ মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ শাহজাহান সাজু, মোঃ ফারুক, আতাউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যবৃন্দ পুস্পস্তবক দিয়ে নজরুল ইসলাম চৌধুরী এমপিকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
