
জাহেদুল আলম । রাউজানটাইমস
দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় গত ৩০ ডিসেম্বর বাদে জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয় রাউজানের ঢেউয়া হাজীপাড়া মহল্লা কমিটির উদ্যোগে। সমাজসেবক জামাল উদ্দিন ও সমাজসেবক শাহাজান ইকবালের ব্যবস্থাপনায় ঢেউয়া হাজীপাড়া জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঢেউয়া হাজীপাড়া জামে মসজিদের খতিব মৌলানা মখছুদ হোসাইন। মাহফিলে দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করে তার দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়। তিনি যেন দ্রুত রোগমুক্ত হয়ে এলাকাবাসীসহ জাতির উন্নয়নে দীর্ঘদিন ভূমিকা পালন করতে পারেন, সেজন্য দোয়া মাহফিলে শুভকামনা করা হয় এলাকাবাসীর পক্ষ হতে। উল্লেখ্য, স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী গত দুই সপ্তাহ ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন।
