
গত ১ জানুয়ারী, ২০১৭ ইং সকাল ১০ ঘটিকায় হাটহাজারী মধ্যম বুড়িশ্চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব উপলে নতুুন বই বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক নাসরিন রুবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি শাহীনুর নুর আক্তার, সদস্য শিল্পী দাশ, মাওলানা ইকবাল হোসেন, আনোয়ারা বেগম। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক শফি সরকার, জান্নাতুল কায়সার, শিল্পী মল্লিক, জবা চক্রবর্ত্তী, মনোয়ারা বেগম, সেলিনা আক্তার, রবিউল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বর্তমান বৎসরের শুরুতে ছাত্র-ছাত্রীদের হাতে সময় মতো বই পৌছে দিইে শিার আরেক ধাপ এগিয়ে নিয়েছেন। ভালো ফলাফলের জন্য স্কুল পরিচালনা কমিটি ও শিকমন্ডলী অভিনন্দন জানান।
