
রাউজানটাইমস ২৪.কম
রাউজান শরীফ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উপলে শিার্থীদের মধ্যে পাঠ্য বই ও শিার্থীদের মধ্যে নতুন পোষাক বিতরণ করা হয় । গতকাল ১ জানুয়ারী রবিবার সকাল দশটার সময়ে স্কুলের মাঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে স্কুলের সহকারী শিক সুজিত দেব এর পরিচালনায় বই উৎসব ও শিার্থীদের মধ্যে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য তরুন আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা। এতে বিশেষ অতিথি ছিলেন, রাউজান প্রেস কাবের সাবেক সভাপতি শফিউল আল, জাহেদুল আলম, রাউজান প্রেস কাবের সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, রাউজান ছাত্র কল্যাণ সংসদের সাধারন সম্পাদক তপন দে, স্কুলের প্রধান শিকিা নিবেদিতা দে, জাগের হোসেন, শামশুল আলম, ইদ্রিস মিয়া, যুব নেতা ইখতেয়ার, কুতুব উদ্দিন, ছাত্র নেতা সেকান্দর, ইকবাল, রাশেদ, শিকিা বাসু রানী চৌধুরী, অনিতা বসু. শিল্পি গুহ, লিপিকা ভট্টচার্য্য, শামীমা ইয়াসিমিন প্রমুখ ।
