
বছরের প্রথম দিনে হযরত শাহছুফী মঈনুদ্দীন শাহ রহঃ দাখিল মাদরাসায় ২০১৭ সালের বই বিতরণ অনুষ্ঠান মাদরাসা পরিচালনা কমিটির সন্মানিতসভাপতি আলহাজ¦ এস এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এম পি। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী নেওয়াজ, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মনজুরুল আলম, আলহাজ্ব কামাল উদ্দিন সওদাগর, আলহাজ্ব আহমেদুল আলম রাসেল,মুহাম্মদ লোকমান। মাওলানা মুহাম্মদ ম,ুজিব উদ্দিন আলকাদেরী ও মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুহাম্মদ মহি উদ্দিন বাবলু,মুহাম্মদ ইদ্রিস, দৈনিক গণতদন্ত পত্রিকার বিশেষ প্রতিবেদক মাহমুদুল হক আনসারী, মুহাম্মদ আব্দুল আজিজ, আমির আহমদ খান, মনির উল্লাহ কোম্পানী ,মুহাম্মদ হাবিবুর রহমান,মাষ্টার মুহাম্মদ কামাল উদ্দিন। আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেনÑ সরকারের নতুন বছরের শুরুতে নতুন বই বিতরণের মাধ্যমে শিা খাতে ব্যাপক সাফল্য র্অজন করেছে, সাফল্যের ধারাবাহিকতায় বিশেষ করে অত্র মাদরাসায় দাখিল,জে ডি সি ও ইবতেদায়ী সমাপনীতে ধারাবাহিক শতভাগ সাফল্য অর্জন অব্যাহত রয়েছে। শিক,শর্িাথী , অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তির্বগরে উপস্থতিতে ছাত্র ছাত্রীদের মাঝে আনন্দঘন মুর্হুতে বই বিতরণ সম্পন্ন হয় । পরিশেষে দেশ জাতি ও সরকারের অব্যাত সাফল্যের জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
