
রাউজানের গশ্চি বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথমদিন গতকাল ১ জানুয়ারী রবিবার সকালে বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা আজম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন দণি রাউজান গাউছিয়া কমিটির সাধারণ সম্প্দাক মোহাম্মদ হানিফ। প্রদীপ কুমার মুহুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শিানুরাগী আনোয়ারা আকতার, মোহাম্মদ জামাল উদ্দিন, মো: সেকান্দর বাদশা, মো: ইউনুছ তালুকদার, ছাত্রনেতা তারেকুল ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন, তপতী বড়ুয়া, শিখা চৌধুরী, দীলছফা খানম, রুম্পা সিকদার, মোহাম্মদ আলমগীর, সুমি আকতার, জোসনা আকতার, ছিদ্দিকুর রহমান প্রমুখ।
