
রাউজানটাইমস ২৪ ডেস্ক : রিটেইলারদের কাছে গিয়ে সৌজন্য সাাৎ, মতবিনিময় ও নববর্ষের উপহার প্রদান করছে ওয়েল ফুডের ব্র্যান্ড মর্নিং ফ্রেশ। এ উপলে গতকাল সারাদিন পর্যটন নগরী কক্সবাজারের খুচরা ও পাইকারী ব্যাবসায়ীদের সাথে মাঝে উপহার প্রদান করা হয়। মর্নিং ফ্রেশ এর ডিজিএম মার্কেটিং হাসানুজ্জামান বলেন, ওয়েল ফুডের রুচি, আভিজাত্য, গুনগত মান সর্বজন বিদিত। সেইফ ফুড ফর সেইভ লাইভ শ্লোগান নিয়ে ওয়েল ফুডের সমস্ত গুনাবলী ও বৈশিষ্ট্য বজায় রেখেই ওয়েল ফুডের প্যাকেটজাত বেকারী পন্য সকলের কাছে সহজলভ্য করতে সারাদেশে বাজার জাত করছে মর্নিং ফ্রেশ ব্র্যান্ড। বাজারের চাহিদার উপর ভিত্তি করে মর্নিং ফ্রেশ নতুন নতুন খাদ্য পণ্য বাজারে আনতে যাচ্ছে। সকল পরিবেশক, পাইকার ও খুচরা বিক্রেতাদের সহায়তায় মর্নিং ফ্রেস হবে সকলের নির্মল সকালের নাস্তার টেবিলের সজীবতা ও বিশুদ্ধতার প্রতিশ্র“তি। মতবিনিময় ও উপহার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের পাবলিক রিলেশান অফিসার সেতু বড়ুয়া, মনিং ফ্রেশের এম.আই.এল ইনচার্জ এস.এম ইফতেখার আলী, মোতাহার হোসেন, জুয়েল প্রসাদ ঘোষ, মো. সোহেল, রাশেদ, ডিলার মো. রহিম প্রমুখ
