
নিজস্ব প্রতিবেদক । রাউজানটাইমস ২৪.কম
বর্তমান সরকার উন্নয়নবন্ধব মন্তব্য করে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গত শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টায় চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাসান জামান বাচ্চুসহ সদস্য-সদস্যাদের মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আবুল বশর, ইউপি সদস্যা ইশরাত সাহেরা, আয়েশা আকতার, সৈয়দা মায়মুনা খাতুন, সদস্য মো. জসীম উদ্দিন, মো. মোরশেদ, লিটন দাশ, মো. আজিম, বিপ্লব মহাজন, মোস্তফা আরজু, মো. মোরশেদ, জাকারিয়া চৌধুরী, মো. ওসমান, মো. আবুল বশর প্রমুখ।
