
নিজস্ব প্রতিবেদক । রাউজানটাইমস ২৪ .কম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘ফুড ড্রাইং এন্ড প্রিভেনশন অব ওয়ার্ল্ড স্টারভেশন’ শীর্ষক এক সেমিনার ০৯ জানুয়ারি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। এতে সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সিনিয়র লেকচারার ড. আজহারুল করিম।
সেমিনারে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, দুর্ভিক্ষ পরিস্থিতি এবং এসব বিষয়ে বাংলাদেশের করণীয় ও অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়।
