
ইয়াং এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত সেমিনার চট্টগ্রামের একটি ক্লাবে বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে ও মুহাম্মদ নওশাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মরক্কো ইন্টারন্যাশাল ইউনিভাসিটি অব আগাধীর ডাইরেক্টর ও সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহী বলেন, নৈতিক শিক্ষাই ব্যক্তিগত ও সামাজিক মানোন্নয়নের প্রধান সহায়ক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ শাহজাহান, সিটি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনওয়ার করিম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছিদ্দিক, তারেক আজিজ চৌধুরী, মুছা কলিমুল্লাহ, মিনহাজুল ইসলাম, রকিবুল ইসলাম সায়েম, জিহানুর রহমান চৌধুরী প্রমুখ।
