
নিজস্ব প্রতিবদেক । রাউজানটাইমস ২৪.কম
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ নাসিম আহমেদ সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যায়ের ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন “প্রজন্ম” ও “নির্বানের” উদ্যোগে অদ্য ১১ জানুয়ারি সকাল ১১ টায় লালদীঘির পাড়স্থ পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শহীদ নাসিম আহমেদ সোহেলের পিতাসহ নেতৃবৃন্দ পুলিশ কমিশনার বরাবরে স্মারক লিপি প্রদান করেন। মাববন্ধনে বক্তব্য প্রদান করেন শহীদ নাসিম আহমেদ সোহেলের পিতা (অব.) সার্জেন্ট আবু তাহের, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগনেতা মোহাম্মদ সালাহ্উদ্দীন, যুবনেতা এম.এম. মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, প্রজন্মের সাধারণ সম্পাদক কাউসার আলম মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোকসেদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হেলাল উদ্দিন, সালাহউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নবীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অভ্র ঘোষ, মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মঈনুর রহমান মঈন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল নিশান, মহানগর ছাত্রলীগের উপ-ছাত্র বৃত্তি সম্পাদক হুমায়ুন কবির, ওসমান গণি, শরীফ, চিন্ময়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কামরুজ্জামান ফয়সাল, মঈন, এলভিন, শহীদ, নোটন শীল, ইমন, নরুল আফসার রাফি, নিঝুম প্রমুখ।
অনতিবিলম্বে আসামীদের গ্রেপ্তার করার ও মামলাটি সি.আই.ডিতে হস্তান্তরের দাবি জানান। অন্যথায় সোহেলের পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়া ছাড়া কোন উপায় থাকবে না বলে উল্লেখ করেন।
