কষ্টি পাথরসহ চোরাকারবারি র‌্যাবের হাতে আটক

0
483

নিউজ ডেস্ক । রাউজানটাইমস

নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে অভিযান চালিয়ে অবৈধভাবে কষ্টি পাথর বিক্রিকালে মো. মফিজ (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মো. মফিজ নামে ওই চোরাকারবারিকে আটকের বিষয়টি জানায় র‌্যাব।

তার কাছ থেকে একটি ৩ কেজি ৬৯০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

আটক মো. মফিজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন রফিকপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে অভিযান চালিয়ে অবৈধভাবে কষ্টি পাথর বিক্রিকালে মো. মফিজ নামে এক চোরাকারবারিকে আটক করেছে। তার কাছ থেকে একটি ৩ কেজি ৬৯০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

আটক মো. মফিজকে কোতায়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. মাহমুদুল হাসান মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here