চট্টগ্রামে অনলাইন শিক্ষামেলা শুরু রোববার

0
504

নিউজ ডেস্ক । রাউজানটাইমস

উইনিং ম্যাগনিটিউড চিটাগং এর উদ্যোগে ও মেন্টরস চিটাগং এর সহযোগিতায় আগামি রোববার ও সোমবার (২০ ও ২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ‘স্টাডি ইন মালয়েশিয়া:  ভার্চুয়াল এক্সপো ২০২০’ শীর্ষক অনলাইন শিক্ষামেলা। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

মেলার আয়োজক উইনিং ম্যাগনিটিউড চিটাগং এর ম্যানেজিং পার্টনার মানজুমা মোর্শেদ বলেন, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিগুলো এই মেলায় অংশ নিচ্ছে। এখানে লগ ইন করেই শিক্ষার্থীরা এসব ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ভর্তির যাবতীয় তথ্য জানার পাশাপাশি স্পট অ্যাডমিশনের সুযোগ পাবেন।

কর্তৃপক্ষ জানান, মেলায় মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশীপ, আবেদনের পদ্ধতি ও ভিসা প্রসেস সম্পর্কেও আয়োজকদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা।

থাকবে অন স্পট অ্যাপ্লিকেশন ও সার্ভিস চার্জে ওয়েবারের সুযোগ। আগ্রহীদের মেলা চলাকালীন প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট ও অন্যান্য নথির স্ক্যানড কপি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

মেলায় অংশগ্রহণ করার জন্য প্রদত্ত লিংকে অনলাইন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। লিংকটি হল: https://malaysiaeducationexhibition.com/। বিস্তারিত তথ্যের জন্যে যোগাযোগ করা যাবে এই  নম্বরে- ০১৭১৩ ২০৬ ৬৯৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here