রাউজানের নোয়াপাড়ায় তরুণের মৃত্যু

0
1956

ডেস্ক রিপোর্ট: রাউজানটাইমস

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সামমাহালদার পাড়া গ্রামের তরুণ ইসকান্দর মাসুদ (৩০) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন। করোনা সংকট শুরুর পর পর তাঁর শরীরে লিভার ক্যান্সার ধরা পড়ে। গত ৬ থেকে ৭ মাস ঢাকা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধিন থাকলেও শেষ পর্যন্ত গতকাল সোমবার রাত ৯ টায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে মারা যান তিনি।

আজ মঙ্গলবার জোহরের নামাজের পর সামমাহালদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে তাঁর বন্ধু বান্ধবসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানাগেছে তিনি সামমাহালদার পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ৫ ছেলে ২ মেয়ের মধ্যে সবার কনিষ্ট ছিলেন। তিনি চট্টগ্রামের ইউএসটিসিসহ কলেজ শিক্ষা জীবন শেষ করে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here