রাংঙ্গুনিয়া বেতাগী খাজা গরীবে নাওয়াজ (র:) স্মৃতি সংসদের মাহফিল অনুষ্টিত

0
134

এম জাহাঙ্গীর নেওয়াজ, রাউজানটাইমস :

রাংঙ্গুনিয়া মধ্য বেতগী মাইজপাড়া এলাকাবাসীর উদ্যোগে গত পহেলা মার্চ মঙ্গলবার খাজা গরীবে নাওয়াজ (র:) স্মৃতি সংসদের ঐতিহাসিক পবিত্র ঈদে মেরাজুন্নবী (দ:) ও হযরত খাজা গরীবে নাওয়াজ (র:) এর ৩৫ তম বার্ষিক ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে বিশাল আজিমুশশান সুন্নি সম্মেলন ২০২২ ইং অনুষ্টিত হয়।

সকাল ৯ টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে শুরু হয় ।

আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ পেসিডিয়াম সদস্য দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদনশীন পীরে তরিকত হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহর সভাপতিত্বে অনুষ্টিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খালেদ মাহমুদ মুহাম্মদ দিদারুল ইসলাম ও শাহেদুল ইসলাম টিটুর সঞ্চালনায় সুন্নী সম্মেলনে প্রধান আলোচক ছিলেন মাওলানা মুফতি মুহাম্মদ ওসমান গনি ছালেহী বিশেষ আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ তাওহীদুল ইসলাম বিশেষ বক্তা ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ইলিয়াছ নুরী উদ্বোধক ছিলেন হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ বক্তা ছিলেন পশ্চিম বেতাগী জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান ফারুক গোলাম আলী চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ৭ নং বেতাগী ইউ পি চেয়ারম্যান শফিউল আলম শফি কবি সৈয়দ মুহাম্মদ মৌজাহিদুল হক মাওলানা আব্দুর নুর সহ আরো অনেক ওলামায়েকেরাম উপস্থিত ছিলেন পারে মিলাদ কিয়াম আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here