
মোহাম্মদ রায়হান ইসলাম । রাউজানটাইমস :
রাউজানে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ আলাদা আলাদা ভাবে দিনটি পালন করেন। এছাড়া বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজে ৭ মার্চের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।
সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাউজান উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণের নেতৃত্বে পুলিশ সদস্যরা। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষে দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কিৃতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, টিএইচও নুরুল আলম দীন, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জাম, আবদুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদল পালিত, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, মুক্তিযোদ্ধা সাধন পালিত প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতীর মুক্তির সনদ। শোষন মুক্ত স্বাধীন দেশ প্রতিষ্ঠার পুনাঙ্গ দলীল। এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ার চুরান্ত দিক নিদের্শনা দিয়েছিলেন। আলোচনা সভা শেষে রাউজান শিল্পকলা একাডেমির শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
