
মহিউদ্দিন ইমন । রাউজানটাইমস :
প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি কাপ্তাই। দুপাশে পাহাড় আর মাঝখানে শান্ত নদীর বয়ে চলা এই অসাধারণ ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে চট্রগ্রামের প্রসিদ্ধ নদী কর্ণফুলী কে কাছ থেকে দেখা, নদীর দুপাশের প্রকৃতির এবং নদীর নির্মল অপার সৌন্দর্য উপভোগ করতে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে ৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হয় নোয়াপাড়া চৌধুরী হাট ঘাটকুল হতে কাপ্তাই পর্যন্ত ” নৌ বিহার “।
সকালের ফাগুনের নদীর শীতল হাওয়া
পাহাড়, নদী,ঝরনা এমনিতেই মানুষকে কাছে টানে।
আজকাল বিনোদন মাধ্যমগুলোতে চারপাশে ভার্চুয়াল জগতের ছোঁয়া লেগে আছে।বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে প্রকৃতির ছোঁয়া নেই বললেই চলে।
তাই ভিন্ন সাধ পেতে যান্ত্রিক জীবনের এ ব্যস্ততম সময়ের মধ্যে একদিন একটু আনন্দ সবাই মিলে আনন্দ করার লক্ষ্যে এ আয়োজন। দিনব্যাপী এ বর্নিল আনন্দ আয়োজনে ছিল গান,নাছ,কৌতুক, কবিতা, ছড়া, অনুভুতি্ প্রকাশ।
ভ্রমণের রঙিন গেঞ্জি পরিহিত সংগঠনের কর্মকর্তা ছাড়াও শিক্ষক,লেখক, সাংবাদিক, কবি, ছড়াকার, সাংস্কৃতিকর্মী, স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন ।
সংগঠনের সভাপতি মেহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে সাধারন সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন রানার পরিচালনায় নৌ বিহারে স্বাগত বক্তব্য রাখেন নৌবিহার বাস্তবায়ন কমিটির আহবায়ক সংগঠনের সহ সভাপতি জিয়াউর রহমান, সচিব কবি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।
নৌবিহারে যুক্ত ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম
পাহাড়তলী এংলোপালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্জন বড়ুয়া, কালচারাল পার্কের প্রতিষ্টাতা নান্টু বড়ুয়া,সাপ্তাহিক গণ অধিকার পত্রিকার সম্পাদক আবু মনসুর, দৈনিক প্রথম আলো রাউজান প্রতিনিধি এস এম ইউছুপ উদ্দীন,ন্যাশনাল লাইফ ইন্সরেন্স কোং দক্ষিণ রাউজান জোন প্রধান আবুল কাশেম হিরু, বিশিষ্ট আইনজীবি লেখক এডভোজেট রোকুনুল ইসলাম।অনুভূতি প্রকাশ করেন সহ সভাপতি আহমেদ সৈয়দ,লেখক মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদী,শিল্পী সূপন বিশ্বাস , সাংবাদিক মোঃ আলাউদ্দীন, লেখক শেখর ঘোষ আপন, কবি এম সাইমন,সংস্কৃতি কর্মী যিশু সেন,কবি কাজী ফজলুল আজিজ,মোঃ বদিউল আলম,বেলী বড়ুয়া, মুনিরা ইয়াছমিন, রত্না দে, তাসিফ সামির,সেলিম
শিমুল,মোঃ বাহাদুর, আরিফ, মহিউদ্দীন, মোঃ ইয়াছিন, সোহেল রানা প্রমূখ। কাপ্তাইয়ে স্বাগত জানান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন।
দিগন্তছোঁয়া সুনীল আকাশ, সবুজে ঘেরা উঁচুনিচু পাহাড় ও এঁকেবেঁকে চলা কর্ণফুলীর নীল জলরাশির কাপ্তাইয়ের সৌন্দর্য দেখতে দেখতে
শেষ বিকেলের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে সবার মাঝে তখন ফেরার তাড়া। ধীরে ধীরে রাতের নিস্তব্দতায় কর্ণফুলী নদীর শান্ত স্থীরতায় চাঁদের রূপালী আলোর হালকা জোসনায় আনন্দ আয়োজন কখন যে সময় ফুরিয়ে এসেছে ভ্রমণ পিয়াসী কেউ টেরই পাইনি। সত্যিই মনমুগ্ধকর একটি দিন ।
