
তৌহিদ হোসেন সিদ্দিকী : দোহা, কাতার।
কাতারে ২১শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ আয়োজনে সহায়তা করার জন্য বিশ হাজার স্বেচ্ছাসেবককে নিয়োগ করবে স্বাগতিক দেশ কাতার এবং ফিফা। সোমবার ২১শে মার্চ বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
ইতোমধ্যে একটি লিংক প্রকাশ করে বাংলাদেশ দূতাবাস। উল্লেখ্য আগ্রহী স্বেচ্ছাসেবক যাদের বয়স ১৮ বছর অথবা তার বেশি এবং ইংরেজি বা আরবি ভাষা জানেন তারা নিচের লিংক ব্যবহার করে ফিফা স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করতে পারবে।
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ আয়োজনে স্বেচ্ছাসেবক নিবন্ধন করার জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকগণকে অনুরোধ জানানো হয়েছে। এর মাধ্যমে ক্রীড়ামোদি দেশ হিসেবে বাংলাদেশকে উপস্থাপন করার সুযোগ তৈরি হবে।
