তারুণ্যের প্রতিচ্ছবি ফারাজ করিম চৌধুরী

0
194

মহিউদ্দিন ইমন :

মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ,অসহায় এবং বঞ্চিত মানুষের উপকারে নিজেকে আত্মনিবেদন করার এবং অন্যকে এতে উৎসাহিত করা মানুষের কর্তব্য। ।অনেক বছর বাঁচলেই কেবল বড় মানুষ হওয়া যায় না।একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।

মানুষ মানুষের জন্য, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে—এটাই প্রত্যাশা। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের মানুষের জন্য কিছু করা দরকার।তেমনি একজন মানুষ ফারাজ করিম চৌধুরী।তিনি মানব কল্যাণে নিবেদিত প্রান একজন তরুন।যিনি মহানুভবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন নানা সময়ে।

নীতিহীন রাজনীতিতে, বিবেকহীন লেজুড়বৃত্তিতে, নিয়ন্ত্রণহীন সমাজে, মেধাহীন প্রকাশে আর দিশাহীন অনিশ্চিত ভবিষ্যতে মানব রূপী দানব গুলো কে দেখে আমরা যখন প্রায়শই হতাশ হই তখনই মেঘের আড়ালে ঢাকা সূর্যের মত স্বপ্ন ও আশা জাগানিয়া সুরের বাঁশী নিয়ে আবির্ভূত হন মেধা-মননে,চিন্তা -চেতনে, সৎ,নির্ভীক,নিষ্টাবান তারুন্যের অহংকার ফারাজ করিম চৌধুরী। আমাদের দৃষ্টি থমকে যায় তারুন্যে নির্ভর মেধাবী ও সৃষ্টিশীল ফারাজ করিম চৌধুরীর বর্তমানে বিভিন্ন মানবিক সেবামূলক ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস, মেধা ও আধুনিক কলা কৌশল, উন্নত প্রযুক্তি, ধ্যান,ধারণা আর অসামান্য মনোবল নিয়ে দক্ষতার সাথে দ্বিধাহীন ভাবে এগিয়ে চলা আর নানা বিষয়ে বিস্ময়কর অবদান দেখে। যিনি মানবিক সৃষ্টিশীল রশ্মি ছড়াচ্ছে সাধারণের কল্যানে, সমাজের উন্নয়নে বা দেশ বিনির্মাণে। সমাজের আনাচে কানাচে দুর্গম অঞ্চলে,সুবিধা বঞ্চিত জনপদে, অবহেলিত জনগোষ্ঠীতে নানা অসঙ্গতি রোধ করে মানবিক মাতৃরূপের বর্ণচ্ছটায় আলোকিত করছেন, দূর করছেন অন্ধকার।রাউজান তথা চট্টগ্রামের নানা স্থানে ঘটে যাওয়া অনাচারের বিরুদ্ধে ফারাজ করিম চৌধুরীর দৃঢ ভূমিকার তথ্য উঠে আসছে যোগাযোগ মাধ্যমে, প্রচার পাচ্ছে মিডিয়াতে ফলে অনেক ক্ষেত্রে প্রতিকার পাবার পথ সুগম হচ্ছে। ফারাজ করিম চৌধুরীর এ অবদান রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি একটা ভাল বিকল্প অবস্থান হয়ে উঠছে যেখানে সাধারণ জনগনের আস্থার জায়গাটা অনেক স্থানেই বেশী শক্তিশালী। ফারাজ করিম চৌধুরী সনাতন ধ্যান ধারনার বাইরে জরাগ্রস্ত সমাজ পরিবর্তনের, নতুন উদ্ভাবনের, মানবিক স্পন্দনের ও সামাজিক সমস্যা সমাধানের এক বিকল্প শক্তি। নেতৃত্ব যেখানে ক্ষমতা লিপ্সু, রাজনীতি যেখানে পথভ্রষ্ট, তারুন্য সেখানে আশা ভরসার স্থল। রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি’র সূযোগ্য সন্তান বর্তমান সময়ের দেশের উদীয়মান তরুণ রাজনীতিবীদ ফারাজ করিম চৌধুরী বিগত কয়েক বছর ধরে এলাকায় সম্পৃক্ত হবার পর হতে জনগনের মাঝে দারুণ সাড়া জাগিয়েছেন।নিজেকে রাজনীতিবিদের পাশাপাশি একজন সমাজকর্মী হিসাবেই পরিচয় দিতে স্বাচ্যন্দবোধ করেন।সমাজের অবহেলিত মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।শিক্ষা নিয়ে কাজ করছেন।ইভটিজিং এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্হান নিয়েছেন।আর এসব কাজ বেগবান করার জন্য প্রতিষ্টা করেন দেশের সাড়া জাগানো উদ্দীপ্ত তারুন্যের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এছাড়াও ফারাজ করিম চৌধুরীর প্রতিষ্ঠিত এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরীব মানুষের ঘর নির্মাণ,চিকিৎসা সহায়তা,শিক্ষা বৃত্তি,শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দারিদ্র্য মানুষ কে দোকাহবন নির্মাণ সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছেন। মানুষের অভিযোগ জানানোর জন্য খুলেছেন হেল্পডেস্ক।যেকোন অভিযোগ পেলেই সেন্ট্রাল বয়েজ অব রাউজানের তরুণদের সমন্বয়ে গঠিত টিম ছুটে যাচ্ছে সমস্যার দোরগোড়ায়।এলাকার কোন সন্তান পিতামাতার প্রতি কোন অন্যায় অবিচার দেখলে নিজেই ছুটে যাচ্ছেন রাউজানের যে কোন প্রান্তে।তাঁরই প্রচেষ্টায় মাদক নির্মূল, সামাজিক অবক্ষয়, অসঙ্গতি, অস্থিরতা বন্ধে ভূমিকা রাখছেন। করোনা ভাইরাস সংক্রমনের ফলে যখন বিপর্যস্থ জনজীবন।এমন দূর্যোগময় মুহুর্তে সংকটময় পরিস্থিতিতে তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। ফারাজ করিম চৌধুরীর নেয়া সাহসী উদ্যোগ সারাদেশেই প্রশংসীত হয়েছে।করোনাকালীন দূঃসময়ে মানুষের পাশে এসে দাড়িয়েছেন।প্রায় সত্তর হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন।গড়ে তুলেছিলেন আইসোলেশন সেন্টার।পবিত্র রমযান মাস জুড়ে চট্রগ্রান শহরের হাসপাতাল গুলির ডাক্তার নার্স সহ স্ব্যাস্হ্যকর্মীদের জন্য সেহেরীর খাবার সরবরাহ।প্রতিদিন দুই হাজার করে খাবার প্যাকের হাসপাতাল গুলোতে পৌছে দিয়েছে যা এক দূঃসাহসিক কাজ। সাম্প্রতিক সময়ে সীতাকুন্ডে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে বিপর্যস্থ জনজীবন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দূর্যোগময় মুহুর্তে সংকটময় পরিস্থিতিতে মানুষের কল্যাণের জন্য ফারাজ করিম চৌধুরী সৃষ্টি করেন” মানবতার ডেক্স”। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন খাবার,দুধ, পানি, বৈদ্যুতিক পাখা, হাতপাখা, বিস্কুট, পাউরুটি সহ বিভিন্ন ওষুধ সামগ্রী প্রদান, হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান সহ নানামুখী কাজ করছেন স্বেচাসেবক টিম। তারুণ্যের প্রতিচ্ছবি ফারাজ করিম চৌধুরী একজন স্বপ্নবাজ তরুন।যিনি স্বপ্ন দেখেন মানুষের জন্য, একটি সুন্দর সমাজ গড়ার জন্য। এমন প্রসংশনীয় কর্মকান্ড কে উৎসাহিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সুস্থ সবল, নির্ভীক, সৎ, নিরপেক্ষ, গণতান্ত্রিক, স্বপ্নচারী তারুণ্যের প্রতীক ফারাজ করিম চৌধুরীর আগামীর পথচলা সমৃদ্ধ হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here