আফগানিস্তানে কবরের পর কবর খোঁড়া হচ্ছে

0
165
ছবি-সংগৃহিত

ডেস্ক নিউজ,রাউজানটাইমস:

আফগানিস্তানে মঙ্গলবার(২১ জুন) দিনগত রাতে ভূমিকম্পে কমপক্ষে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শত শত মানুষ। খবর-এএফপি

রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আফগানিস্তানের পূর্বাঞ্চল। এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশ।

প্রদেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মাদ আমিন হুজাইফা বলেন, মানুষজন কবরের পর কবর খুঁড়ছে। ভূমিকম্পের পর বৃষ্টি হচ্ছে। সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এখনো মানুষজন আটকা রয়েছে।

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা জানিয়েছেন, ভূমিকম্পে  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল।

পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here